তুলা আমদানিতে অগ্রিম আয়কর ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আশা বিটিএমএ সভাপতির
তুলা আমদানির উপর আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
আজ সোমবার ( ৭ জুলাই) বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
শওকত আজিজ রাসেল বলেন, "বাজেটে তুলা আমদানির উপর ২ শতাংশ এআইটি (অগ্রিম আয়কর) আরোপ করার বিষয়ে আমাদের ক্ষোভের জায়গাটা উপদেষ্টাকে জানিয়েছি। এটা যে আমাদের শিল্পের জন্য বোঝা, তিনিও সেটা বুঝতে পেরেছেন, এবং নোট নিয়েছেন। আশা করছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে এ সমস্যার সমাধান হবে।"
নতুন বাজেটে দুটি বড় পরিবর্তন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে—স্পিনিং শিল্পের প্রধান কাঁচামাল তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) এবং স্থানীয়ভাবে উৎপাদিত সুতার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট/ মূসক) ৬৭ শতাংশ বাড়িয়ে প্রতি কেজিতে ৩ টাকা থেকে ৫ টাকা করার কারণে।
বিটিএমএ এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। ১ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এসব করকে "আত্মঘাতী সিদ্ধান্ত" বলে উল্লেখ করেছিলেন।
