২৭ মাস পর মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমেছে

দীর্ঘ ২৭ মাস পর বাংলাদেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমেছে। আজ রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এবছরের জুনে মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.৪৮ শতাংশ। তার আগে মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯.০৫ শতাংশ।
২০২৩ সালের মার্চে মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে ওঠে, এবং মে মাস পর্যন্ত ৯ শতাংশের ঘরেই ছিল মূল্যস্ফীতি। বিগত ২৭ মাসের মধ্যে সর্বোচ্চ ১১ দশমিক ৬৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে।
আজ সোমবার (৭ জুলাই) মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে বিবিএস।
সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে বেঁধে রাখার সরকারের যে লক্ষ্য ছিল, তা অর্জিত হয়নি। বিবিএসের হিসাব অনুযায়ী, সরকারের গত অর্থবছরে (জুলাই ২০২৪-জুন ২০২৫) সময়ে গড় মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ০৩ শতাংশ হারে।
বিবিএসের তথ্য অনুযায়ী, জুন খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৩৯ শতাংশ হয়েছে, যা মে মাসে ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতির হার জুনে সামান্য কমে ৯ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।