সরকারের সুচিন্তিত নীতি-কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান শফিকুল আলম।
পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।
তিনি লিখেছেন, 'জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।
প্রেস সচিব আরও লিখেছেন, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো (বিবিএস) আজ মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
বিবিএস এর তথ্যে দেখা যায়- জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের জুনে ছিল ৯.৭২ শতাংশ। গত জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণ কমে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে। গত বছরের জুনে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০.৪২ শতাংশ।
এদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি গত জুন মাসে দাঁড়িয়েছে ৯.৩৭ শতাংশ, যা গত মে মাসে ছিল ৯.৪২ শতাংশ। গত বছরের জুনে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.১৯ শতাংশ।