২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রাক্কলিত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশে। ২০২৩-২৪ অর্থবছরের একই প্রান্তিকে যা ছিল ৪.৬২ শতাংশ।
আজ সোমবার (৭ জুলাই) প্রান্তিক জিডিপি প্রবৃদ্ধির হিসাবে প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
সাময়িক এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১.৯৬ ও ৪.৪৮ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৫.৮৭ ও ৪.৪৭ শতাংশ।
বিবিএসের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) মিলিয়ে সম্মিলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮১ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। চলতি মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশের জিডিপির আকার হয়েছে ১৪,১৯৭ বিলিয়ন টাকা, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ১২,৬৭০ বিলিয়ন টাকা।
কৃষিতে প্রবৃদ্ধি কমেছে
২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪২ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ দশমিক ০২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে এই খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ০.৭৬ ও ১.২৫ শতাংশ, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে তা ছিল ০.৬২ ও ৪.০৯ শতাংশ।
শিল্পখাতে উর্ধ্বমুখী
এসময়ে শিল্পখাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৯১ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি ৪ দশমিক ৫৫ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির এই হার ছিল ২.৪৪ ও ৭.১০ শতাংশ, যেখানে আগের বছর ছিল যথাক্রমে ৭.৭৮ ও ১.০৪ শতাংশ।
সেবা খাতেও ইতিবাচক প্রবৃদ্ধি
সেবা খাতেও তুলনামূলকভাবে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে যা হয়েছে ৫.৮৮ শতাংশ হারে, আগের বছরের একই সময়ে এটা ছিল ৪.৩১ শতাংশ। তবে বছরের শুরুতে প্রবৃদ্ধি কিছুটা কম ছিল; প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছিল ২.৪১ ও ৩.৭৮ শতাংশ করে; যেখানে আগের বছর ছিল ৫.৫২ ও ৭.১০ শতাংশ।