পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ১১ নভেম্বর খোদা বকশ চৌধুরীকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
খোদা বকশ চৌধুরী বাংলাদেশ পুলিশের একজন সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। আন্তর্জাতিক শান্তি মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ১৯৯৬ সালের মে মাসে তিনি পূর্ব স্লাভোনিয়ায় জাতিসংঘের ট্রানজিশনাল অ্যাডমিনিস্ট্রেশনে যোগ দেন। সেখানে তিনি প্রথমে ডেপুটি সেক্টর চিফ এবং পরবর্তীতে মিশনের দুটি সেক্টরের একটিতে সেক্টর চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ বাহিনীতে তার পদোন্নতি ছিল বেশ আলোচিত। পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০০১ সালে তিনি আইজিপি পদে পদোন্নতি পান। মাত্র পাঁচ বছরের ব্যবধানে এবং অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে তিনি বাহিনীর এই শীর্ষ পদে আসীন হয়েছিলেন।
