ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেনের পদত্যাগ, ভারপ্রাপ্ত এমডি তারেক রেফাত উল্লাহ

ব্র্যাক ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন আজ (২৭ মে) পদত্যাগ করেছেন।
সূত্র জানিয়েছে, তিনি আজ পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরিচালনা পর্ষদ তার পদত্যাগ গ্রহণ করেছে এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়েছে।
তিনি অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছে সূত্র।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অভ কর্পোরেট অ্যান্ড ইন্সটিটিউটশনাল ব্যাংকিং-এর প্রধান তারেক রেফাত উল্লাহ খানকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ।