অর্থ মন্ত্রণালয়ের ঘোষণার পর অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার এনবিআর কর্মকর্তাদের

অর্থ মন্ত্রণালয় থেকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথকের অধ্যাদেশ সংশোধনের ঘোষণা আসার পর অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'।
আজ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদের' আগামীকাল সোমবার থেকে ঘোষিত কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হলো। তবে, আমাদের দ্বিতীয় দাবি অর্থাৎ অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবি এখনও পূরণ হয়নি। আমরা আশা করছি, সরকার খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় দাবির পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত দেবে। এরই ধারাবাহিকতায় ইতোপূর্বে ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে।
আরও বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যায় স্পষ্ট করা হয়– এনবিআর বিলুপ্ত করা হবে না। এটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বাধীন ও বিশেষায়িত বিভাগ হিসেবে শক্তিশালী করা হবে। রাজস্ব নীতি প্রণয়নের জন্য একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠিত হবে এবং প্রয়োজনীয় সংশোধন না হওয়া পর্যন্ত বর্তমান অধ্যাদেশ কার্যকর করা হবে না।
'আমরা সরকারের এই প্রতিশ্রুতিকে স্বাগত জানাই, যা এনবিআর, রাজস্ব সংস্কার উপদেষ্টা কমিটি এবং প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনা করে টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি এটি বাংলাদেশের আন্তর্জাতিক মানসম্পন্ন, স্বাধীন ও ক্ষমতাসম্পন্ন রাজস্ব সংস্থা প্রতিষ্ঠার যাত্রার সূচনা', বলা হয় বিজ্ঞপ্তিতে।
তারা আরও উল্লেখ করেন, সরকারের এই ঘোষণা তাদের দীর্ঘদিনের দাবির যৌক্তিকতা প্রমাণ করে।
এর আগে সন্ধ্যায় এনবিআরের আন্দোলনকারী এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'আমরা কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে অন্দোলন স্থগিতের ঘোষণা দেব বলে আশা করছি।'
আজ বিকেলে 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ' আগামীকাল সোমবার (২৬ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেয়।
আরও পড়ুন: কাল থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের
এক সংবাদ সম্মেলনে পরিষদ জানায়, আগামীকাল থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। তবে ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি এ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
এরই পরিপ্রেক্ষিতে বিসিএস কাস্টমস ও এক্সাইজ এবং কর ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা করে এনবিআর পৃথকের অধ্যাদেশ সংশোধন করা হবে বলে জানায় অর্থ মন্ত্রণালয়।
আরও পড়ুন: ৩১ জুলাইয়ের মধ্যে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ সংশোধন করবে অর্থ মন্ত্রণালয়
আজ সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ ও রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথক করার জন্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না।