আলোচনার মাধ্যমে সমাধান চান এনবিআর কর্মকর্তারা, কলম-বিরতিতে কার্যক্রম ব্যাহত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান অচলাবস্থার সমাধানে তারা প্রস্তুত।
শনিবার (১৭ মে) 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'-এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা প্রধান উপদেষ্টার প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে এনবিআর কাস্টমসের যুগ্ম কমিশনার নিপুণ চাকমা বলেন, 'সংলাপের দরজা সব সময় খোলা ছিল এবং তা খোলা থাকবে।'
তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় সরকারের সঙ্গে তারা আলোচনায় বসতে প্রস্তুত।
এনবিআর বিলুপ্তির প্রতিবাদে চলমান কলম বিরতির ফলে রাজস্ব আদায় এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
তারা দাবি করেন, এনবিআর সংস্কার কমিটির সুপারিশ উপেক্ষা করেই এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাদের অভিযোগ, সরকার এনবিআরকে দুটি আলাদা সত্তা—রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ভাগ করে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা এনবিআর সংস্কার কমিটির সুপারিশের সঙ্গে সাংঘর্ষিক।
আন্দোলনকারীরা জানান, রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ছয় ঘণ্টার কলম-বিরতি কর্মসূচি পালন করা হবে।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রস্তাবিত রাজস্ব অধ্যাদেশ বাতিল, এনবিআর সংস্কার কমিটির প্রতিবেদন প্রকাশ এবং এনবিআর কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে রাজস্ব ব্যবস্থার ব্যাপক সংস্কার।
কর বিভাগের যুগ্ম কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, 'আমরা বাস্তবভিত্তিক সংস্কারের পক্ষে। তবে তা যেন অংশীজনদের মতামত নিয়ে হয় এবং এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করা হয়।'
সংবাদ সম্মেলনে রাজস্ব কর্মকর্তা শাহিনুল হক শাহিন ও হাসনাত ইমাম সরকারও বক্তব্য দেন।