জানুয়ারি–মার্চ প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফা কমেছে ৭০৪ কোটি টাকা

দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিট মুনাফায় ৫৩ শতাংশ বা ৭০৪ কোটি টাকার পতন হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় গ্রামীণফোনের নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৩৩ কোটি ৯৩ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই মুনাফা ছিল ১ হাজার ৩৩৮ কোটি টাকা।
এ প্রান্তিকে গ্রামীণফোনের আয় হয়েছে ৩ হাজার ৮৩৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের ৩ হাজার ৯৩৩ কোটি টাকার তুলনায় ২.৫ শতাংশ কম।
প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ৯১ পয়সা।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, 'যদিও আমরা এখনো কঠিন সামষ্টিক অর্থনৈতিক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি, তবে আমরা যে কৌশলগত পদক্ষেপ নিয়েছি, তা আমাদের আর্থিক সক্ষমতার উন্নতিতে সহায়ক হয়েছে।'
তিনি বলেন, 'এই প্রান্তিকে ডেটা ব্যবহারকারী ও ব্যবহারের প্রবৃদ্ধি ছিল শক্তিশালী। তবে ডেটা মূল্য নির্ধারণে ১৭ শতাংশ বড় ধরনের পতনের কারণে আগের বছরের তুলনায় রেভিনিউ কমে গেছে।'
ইয়াসির আজমান আরও বলেন, 'আমরা আইটি ও নেটওয়ার্ক অবকাঠামোর রূপান্তরের মাধ্যমে উদ্ভাবনের একটি নতুন যুগে প্রবেশ করেছি। দেশে ডেটা ও ডিজিটাল ভিত্তিক অর্থনীতির ভিত তৈরি করছি। প্রতি প্রান্তিকে উল্লেখযোগ্য আইটি রূপান্তর কার্যক্রম পরিচালনা করছি, যা পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়াচ্ছে এবং গ্রাহকদের আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা দিচ্ছে।'
গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা অটো ম্যাগনে রিসবাক বলেন, 'গত প্রান্তিকে যেমন প্রত্যাশা করা হয়েছিল, অর্থনীতির ধীরগতির পুনরুদ্ধারের কারণে ডেটা ব্যবহার ও গ্রাহক বৃদ্ধির ধারা শক্তিশালী হয়েছে।'
তিনি আরও বলেন, 'পূর্ববর্তী বছরের তুলনায় আমাদের মোট রাজস্ব ২.৫ শতাংশ কমেছে, যার প্রধান কারণ সতর্ক ভোক্তা ব্যয়। তবে লিপ ইয়ারের প্রভাব সামঞ্জস্য করলে দেখা যায়, আমরা গত বছরের তুলনায় মাত্র ১ শতাংশ পিছিয়ে রয়েছি।'