১০৫% নগদ লভ্যাংশ ঘোষণা বাটার, ২০২৪ সালে মুনাফা কমেছে ২৬%

বাটা সু (বাংলাদেশ) লিমিটেড ২০২৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১০৫% চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত পর্ষদ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
এর আগে প্রতিষ্ঠানটি ৩৪০% অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল, সেই হিসেবে ২০২৪ সালে নগদ লভ্যাংশ দাঁড়িয়েছে ৪৪৫%।
কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৬ জুন বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে।
বাটা সু'র বিবরণী অনুযায়ী, আগের বছরের তুলনায় গত বছর শেয়ারপ্রতি আয় ২৬ শতাংশ কমে ২১ টাকা ৬২ পয়সায় দাঁড়িয়েছে।