শিক্ষায় ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমলেও বেড়েছে স্বাস্থ্য ও পরিবেশ খাতে
২০২৪ সালের প্রথমার্ধের তুলনায় দেশের ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) ব্যয় গত ছয় মাসে কিছুটা কমেছে। তবে এই সময়ে স্বাস্থ্য, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন-অভিযোজন খাতে সিএসআর বাড়লেও কিছুটা কমেছে শিক্ষাখাতে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, দেশের ব্যাংকগুলো ২০২৪ সালে সিএসআর ব্যয় করেছে ৬১৫ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে জুলাই-ডিসেম্বর সময়ে সিএসআর ব্যয় ছিল ৩০৬ কোটি ৭৬ লাখ টাকা, যা জানুয়ারি-জুন সময়ে ছিল ৩০৯ কোটি ১৯ লাখ টাকা। আগের ছয় মাসের তুলনায় সিএসআর ব্যয় কমেছে ২ কোটি ৪৩ লাখ টাকা।
খাতভিত্তিক সিএসআর ব্যয়ের পর্যালোচনায় দেখা গেছে, জুলাই-ডিসেম্বর সময়ে শিক্ষা খাতে সিএসআর ব্যয় ছিল ৪৪ কোটি ৪৭ লাখ টাকা, যা জানুয়ারি-জুন সময়ে ছিল ৬৩ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ, শিক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে।
অন্যদিকে, স্বাস্থ্যখাতে ৮২ কোটি ৯৯ লাখ টাকা এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে ১৫ কোটি ২ লাখ টাকা সিএসআর ব্যয় হয়েছে, যা আগের ছয় মাসের তুলনায় বেড়েছে।
অন্যান্য খাতে সিএসআর ব্যয় কিছুটা কমে জুলাই-ডিসেম্বর সময়ে হয়েছে ১৬৪ কোটি ২৯ লাখ টাকা, যা জানুয়ারি-জুন সময়ে ছিল ১৬৬ কোটি ২৩ লাখ টাকা।
২০২৪ সালে ৬টি দেশি ব্যাংক সিএসআর ব্যয় করেনি। এসব ব্যাংক হলো- বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, সিটিজেনস ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবং পদ্মা ব্যাংক।
