অমিতাভের ‘ঝুন্ড’ দেখে কাঁদলেন আমির
অভিনেতা আমির খানের জন্য আয়োজন করা হয়েছিল 'ঝুন্ড'-এর ব্যক্তিগত স্ক্রিনিং। টি সিরিজের পক্ষ থেকে তাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সিনেমা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি আমির।
অমিতাভ বচ্চন অভিনীত ঝুন্ড'র পরিচালক নগরাজ পোপটরাও মঞ্জুলে ও প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে কথা প্রসঙ্গে আমির জানান, গত ২০ থেকে ৩০ বছরে তিনি যা শিখেছিলেন, তার সেসব ধারণাকে ভেঙে দিয়েছে এই সিনেমা। সেইসঙ্গে ঝুন্ড-কে অমিতাভের সেরা সিনেমাগুলোর মধ্যে একটি হিসেবেও উল্লেখ করেন তিনি।
সমাজকর্মী বিজয় বারসের জীবনের ওপর ভিত্তি করেই সাজানো হয়েছে সিনেমাটির গল্প; যিনি বস্তির বাচ্চাদের প্রেরণা দিয়েছিলেন ফুটবল টিম তৈরি করতে। এর প্রধান চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন। সিনেমা শেষ হতেই আমিরকে বলতে শোনা যায়, "ও মাই গড! অসাধারণ একটি সিনেমা!"
সিনেমা শেষ হলে উঠে দাঁড়িয়ে সম্মান দেন অমিতাভকে। টি-শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছতেও দেখা যায় তাকে।
আমির বলেন, "এর প্রশংসার যথেষ্ট ভাষা নেই আমার কাছে। যেভাবে সিনেমায় ভারতের ছেলে মেয়েদের আবেগ তুলে ধরা হয়েছে তা এককথায় অসাধারণ। বাচ্চাগুলো যেভাবে কাজ করেছে তার যতই প্রশংসা করা হোক, কমই হবে।"
ঝুন্ড'র অভিনেতাদের সঙ্গে কথাও বলেছেন আমির। এ সময় তাদের প্রশংসা করেন তিনি এবং নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান।
- সূত্র: হিন্দুস্তান টাইমস
