স্কুইড গেম সিজন ২: অভিনেতাদের নাম ঘোষণা করলো নেটফ্লিক্স

এবার সময় হয়েছে কে-ড্রামা সিরিজপ্রেমীদের নড়েচড়ে বসার। কারণ খুব শীঘ্রই আসছে বিশ্বজুড়ে সাড়া জাগানো ড্রামা সিরিজ 'স্কুইড গেম'-এর দ্বিতীয় সিজন।
২০২১ সালে মুক্তি পাওয়ার পর রাতারাতি বিভিন্ন দেশে নেটফ্লিক্সের টপ চার্টে সবার শীর্ষে জায়গা করে নিয়েছিল 'স্কুইড গেম'। গেল শনিবার দক্ষিণ কোরীয় এই সারভাইভাল ড্রামা সিরিজের দ্বিতীয় সিজন সম্পর্কে নতুন খবর প্রকাশ করেছে নেটফ্লিক্স। ব্রাজিলে নেটফ্লিক্সের 'তুদুম গ্লোবাল ফ্যান ইভেন্ট'-এ দর্শকদের সামনে খবর ঘোষণা করা হয়।
'স্কুইড গেম' সিজন ২-এর নতুন একটি টিজার ঘোষণা করে জানানো হয়েছে যে, দ্বিতীয় সিজনেও আগের সিজনের অভিনেতারা থাকছেন। দ্বিতীয় রাউন্ডের জন্য প্রত্যাবর্তন করছেন লি জুং-জে, তিনি থাকবেন সিউং গি-হুন চরিত্রটিতে। দ্বিতীয় সিজনে লি বিয়ুং-হুন ফ্রন্ট ম্যানের চরিত্রে এবং উই হা-জুন পুলিশের চরিত্রে অভিনয় করবেন। পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি তার নিঁখোজ ভাইয়ের সন্ধান করবেন।
এছাড়া, দ্বিতীয় সিজনে ইম সি-ওয়ান, কাং হা-নিউল, পার্ক সুং-হুন ও ইয়াং ডং-গিউনের মতো কিছু নতুন অভিনেতাকেও দেখা যাবে।
স্কুইড গেম-এর প্রথম সিজনে ও ই-নামের চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেতা ও ইয়ুং-সু দ্বিতীয় সিজনে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
যদিও 'স্কুইড গেম-২' মুক্তির তারিখ এখনও জানাননি নির্মাতারা, তবে এরই মধ্যে ভক্তদের জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন তারা বহুল আলোচিত এই সিরিজের দ্বিতীয় সিজন উপভোগ করার জন্য।