ইসলামী বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে রাখা হলো শাহ আজিজুর রহমান হল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এর নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের নামে রাখা হয়েছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা আরও ৩টি হল ও একটি অ্যাকাডেমিক ভবনের নাম পরিবর্তন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন নামকরণের আওতায় শেখ হাসিনা হল-এর নাম পরিবর্তন করে জুলাই-৩৬ হল করা হয়েছে।
শেখ রাসেল হল-এর নাম রাখা হয়েছে শহীদ আনাছ হল। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা হল।
এছাড়া, ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন-এর নতুন নামকরণ করা হয়েছে ইবনে সিনা বিজ্ঞান ভবন।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্রের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভায় ২৬ ফেব্রুয়ারি এসব নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাপিডিয়া'র তথ্য অনুযায়ী, শাহ আজিজুর রহমান ১৯৭৯ সালের ১৫ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ নেতা নিযুক্ত হন। ১৯৮২ সালের ২৪ মার্চ পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।
শাহ আজিজুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন। যুদ্ধের সময় পাকিস্তানের সামরিক জান্তা কর্তৃক জাতিসংঘে প্রেরিত প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন শাহ আজিজ।
বাংলাদেশের অভ্যুদয়ের পর তিনি দালাল আইনে গ্রেফতার ও কারারুদ্ধ হন। শেখ মুজিবুর রহমান কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণার ফলে ১৯৭৩ সালের ডিসেম্বরে তিনি মুক্তি লাভ করেন।