'হট টেক' সিনেমায় ডেপ-হার্ডের চরিত্রে অভিনয় করতে রাজি হওয়ার কারণ জানালেন হ্যাপকা ও মেগান

হলিউড অভিনেতা জনি ডেপ ও তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যকার আলোচিত মানহানি মামলা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 'হট টেক: দ্য ডেপ/হার্ড ট্রায়াল' মুক্তি পেয়েছে কয়েকদিন আগে। চলতি বছরের শুরুর দিকে আরম্ভ হওয়া এ মামলায় জনি ডেপ জয়লাভ করেন এবং বিপরীতে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় অ্যাম্বার হার্ডকে। আলোচিত এই মামলার রেশ এখনো কাটেনি, প্রতিনিয়তই দুই পক্ষের নানা তথ্য বেরিয়ে আসছে। তাই ঘোষণা দেওয়া হয়েছিল, এই মামলা নিয়ে প্রামাণ্যচিত্র এবং সিনেমা, দুটিই নির্মাণ করা হবে!
মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যায় সিনেমাটি এবং সম্প্রতি এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। সেই সাথে 'টিউবি' স্ট্রিমিং সার্ভিসে পুরো ছবিটিও পাওয়া যাচ্ছে। ছবিতে ডেপের ভূমিকায় অভিনয় করেছেন মার্ক হ্যাপকা এবং অ্যাম্বার হার্ডের চরিত্রে অভিনয় করেছেন মেগান ডেভিস।
ট্রেইলার মুক্তির পরপরই ছবির অভিনেতারা সমালোচিত হয়েছেন ডেপ-হার্ডের ভক্তদের কাছ থেকে। তাদের ভাষ্যে, দুজনের ব্যক্তিগত মামলাকে পুঁজি করে টাকা হাতিয়ে নিচ্ছেন এসব অভিনেতারা। সম্প্রতি হ্যাপকা ও মেগান এ বিষয়ে মুখ খুলেছেন। কেন তারা ডেপ-হার্ডের চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন সে বিষয়ে কথা বলেছেন।
এন্টারটেইনমেন্ট উইকলি'কে মার্ক হ্যাপকা বলেন, "যখন আমাকে এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলো, আমি সাথেসাথেই 'হ্যাঁ' বলিনি। এটা অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ চরিত্র ছিল। আমার মনে নানা প্রশ্ন ছিল। যদি পক্ষপাতীত্ব থাকতো কোনো পক্ষে, তাহলে আমি রাজি হতাম না।"
অন্যদিকে, মেগান ডেভিস বলেন, "এ সিনেমায় সবাই অ্যাম্বার হার্ডকে একজন মানুষ হিসেবেই দেখাতে চেয়েছে এবং সত্যকে সত্য হিসেবেই দেখাতে চেয়েছে। সে কারণেই আমি এই চরিত্রে অভিনয় করাটা স্বাভাবিকভাবে নিতে পেরেছি।"
হ্যাপকা আরও যোগ করেন, "আমি জানতাম আমাকে ছাড়াও এই সিনেমা তৈরি হবেই। মেগান এবং আমি একসাথে বসে কথা বলেছি।" মেগান বলেন, "ছবিতে আমি পুরোপুরি নিজেকে অ্যাম্বারের চরিত্রই ভাববো, আর হ্যাপকাও নিজেকে জনি হিসেবেই ফুটিয়ে তুলবে পুরোপুরি।"
"আর এই দড়ি টানাটানির খেলায় আমরা যেন একটা ভারসাম্য আনতে পারি এবং নিরপেক্ষতা বজায় রাখতে পারি সেই চেষ্টা করা হয়েছে", বলেন মার্ক হ্যাপকা।
দুই অভিনেতা-অভিনেত্রীই জানতেন যে এই সিনেমায় অভিনয় করলে তারা সমালোচনার মুখোমুখি হবেন। কিন্তু তাদের কাছে এটা শুধুই তাদের পেশাদার কাজ ছিল।
সূত্র: এন্টারটেইনমেন্ট উইকলি