বিচ্ছেদের ১৮ বছর পর বিয়ে করলেন জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক

বিচ্ছেদের ১৮ বছর পর অবশেষে পরিণতি পেল হলিউড তারকা জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের সম্পর্ক। লাস ভেগাসে বিয়ের আনুষ্ঠানিকতা সেড়েছেন এই জুটি। খবর বিবিসির।
নিজের ওয়েবসাইট OntheJLO তে এ কথা জানান জেনিফার।
"প্রেম সুন্দর। প্রেম সদয়। প্রেম ধৈর্যশীলও," লিখেন তিনি।

এই দম্পতির আবারো সম্পর্কে ফিরে আসার খবরে গত বছর থেকেই নেটজুড়ে সরব ভক্তরা। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে নিজেদের পুনরুজ্জীবিত ভালোবাসার প্রদর্শন করেন হলিউডের এই দুই তারকা।
২০০২ সালে জিলি সিনেমার সেটে দেখা হয় জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের।
২০০৩ সালে বাগদান সাড়েন তারা। কিন্তু পরের বছরই বিচ্ছেদ ঘটে সেসময়ের বহুল আলোচিত এই জুটির।
বিচ্ছেদকালীন এ সময়ে, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত গায়ক মার্ক অ্যান্থনির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন জেনিফার। একসাথে তাদের দুটি সন্তান রয়েছে।
এদিকে ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অভিনেত্রী জেনিফার গার্নারের সাথে বিবাহবন্ধনে ছিলেন বেন অ্যাফ্লেক। একসাথে তাদের তিনটি সন্তান রয়েছে।