‘আমার জার্নি বড় পর্দায়’, বায়োপিক নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী তার বায়োপিকের চুক্তিতে 'লাভ ফিল্মস'র ব্যানারে বুধবারই স্বাক্ষর করে ফেলেছেন। এরপর অপেক্ষা শুধু ছিল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও হয়ে গেল।
'দাদা'খ্যাত সৌরভ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিলেন, বড় পর্দায় আসছে তার বায়োপিক। আপাতত সেই পোস্ট ভাইরাল। তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে ভুললেন না তারকা থেকে আমজনতা!
বৃহস্পতিবার দুপুরের দিকে সৌরভ গাঙ্গুলী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, 'ক্রিকেট আমার জীবনের সবকিছু। এটা আমাকে আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছে মাথা তুলে চলার। একটা জার্নি যা সারা জীবন উপভোগ করব। রোমাঞ্চিত বোধ করছি এটা জানাতে যে, লাভ ফিল্মস আমার এই জার্নি নিয়ে বায়োপিক বানাতে চলেছে এবং তা ফুটে উঠবে বড় পর্দায়।'
২২ গজ হোক কিংবা তার বাইরে, তিনিই ক্রিকেটের 'দাদা'। প্রিয় অধিনায়কদের তালিকাতেও তিনি থাকবেন উপরের সারিতেই। তার ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের ওঠা-পড়ার গল্প যেকোনো সিনেমাকে হার মানাতে পারে। লর্ডসের মাঠ যতদিন থাকবে, ততদিন সবার মনে ঘর করে থাকবেন তিনি। আর তাই 'দাদার বায়োপিক' নিয়ে উৎসাহ সকলের মধ্যেই ছিল।
বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনাও ছিল। আজ তা বাস্তব হলো। স্বভাবতই খুশি সৌরভের অনুরাগী থেকে শুরু করে তামাম বাঙালি।
জীবনচিত্র তৈরি হচ্ছে এটা জানালেও, তার চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো জানাননি সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক একবার জানিয়েছিলেন, তিনি নিজের চরিত্রে রণবীর কপুরকে দেখতে চান।
বলিপাড়ার খবর আবার বলছে, হৃতিক রোশনের সঙ্গেও কথা বলা হচ্ছে সৌরভের ভূমিকায় অভিনয় করা নিয়ে। তবে, রণবীর যদি সৌরভ হন, তাহলে আলিয়াকে ডোনা গাঙ্গুলীর চরিত্রেও অবশ্য মন্দ লাগবে না!