লাঠি হাতে পাওলির হুঁশিয়ারি!

সৌন্দর্য আর প্রতিভার সংমিশ্রণ শব্দটা শুনলে পশ্চিমবঙ্গের টলি পাড়ার অন্যতম আলোচিত অভিনেত্রী পাওলি দামের নাম মাথায় আসে অনেকেরই। তেমনই সাহসী ফটোশুট থেকে সাহসী দৃশ্যে অভিনয় পাওলি থাকেন হামেশাই আলোচনায়।
সম্প্রতি সামাজিক সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে বাজছে, 'বচকে রহেনা রে বাবা…'। ভিডিওতে লাঠি ঘোরাতে দেখা গেছে তাকে।
ভিডিও শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, 'সাবধান। অরিজিৎ ঘোষাল (পেশায় ফিটনেস কোচ) আমাকে কঠিন ট্রেনিং করাচ্ছে। আর সব সময় আরও শক্ত ধাতের হওয়ার জন্য অনুপ্রাণিত করছে…।'
ফিট পাওলি দাম এবার লাঠি খেলার ট্রেনিং নিচ্ছেন। নতুন কিছু শেখার তাগিদে লাঠি হাতে দেখা গেছে নায়িকাকে। অভিনেত্রীর নতুন প্রয়াসকে অবশ্য বাহবা জানিয়েছেন নেটিজেনরা। তবে লাঠিখেলা শেখা শরীরচর্চার খাতিরে, নাকি কোনো চরিত্রের প্রয়োজনে, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি।

দিন কয়েক আগেই অর্জুন দত্তের 'বিরিয়ানি'র শুটিং শেষ করলেন পাওলি। ওটিটিতে ছবি ছাড়াও এ অভিনেত্রীর আসন্ন ছবির তালিকায় রয়েছে 'খেলাঘর'। ছবিতে আরও রয়েছেন দেব ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল চট্টোপাধ্যায়। এ মাসে অথবা সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।