ম্যাডিসন লেক্রয় কেলেংকারিতে ভেঙে গেল জেনিফার লোপেজের প্রেম!
আমেরিকান জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ এবং বাস্কেটবল তারকা অ্যালেক্স রড্রিগেজের সম্পর্ক ভেঙে গেছে। 'সাউদার্ন চার্ম' তারকা ম্যাডিসন লেক্রয়ের সঙ্গে রড্রিগেজের স্ক্যান্ডালের জের ধরে বিচ্ছেদ ঘটল আলোচিত এই তারকা জুটির।
গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাডিসন লেক্রয়ের নামে স্ক্যান্ডাল ছড়িয়ে পরে। সেই পরিস্থিতিতে এক পর্যায়ে তিনি রড্রিগেজের সঙ্গে বিশেষ সম্পর্কের কথা প্রকাশ করেন।
অবশ্য এ-ও জানান, তাদের দুজনের কখনোই সামনাসামনি দেখা হয়নি!

ফেব্রুয়ারিতে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লেক্রয় বলেন, 'তিনি (রড্রিগেজ) আমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে নিজের বাগদত্তার (লোপেজ) সঙ্গে কখনোই শারীরিকভাবে প্রতারণা করেননি। আমি তার কিংবা আমার পরিবারে কোনো বাজে দাগ লাগাতে চাই না। এই প্রসঙ্গে আমরা দুজনই নিশ্চিতভাবে নিষ্পাপ।'
এদিকে একটি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, 'ম্যাডিসন লেক্রয় কেলেংকারিতেই এই সম্পর্কে অবশেষ ভাঙন ধরল। যদিও তাদের মধ্যে আগে থেকেই সমস্যা ছিল, তবে এ ঘটনায় জেনিফার ভীষণ বিব্রতবোধ করেছেন।'

বলে রাখা ভালো, লোপেজ-রড্রিগেজের প্রেমের শুরু ২০১৭ সালে।
- সূত্র: নিউইয়র্ক পোস্ট