৫ আগস্ট সরকারি ছুটি, ঘোষণা রবিবার: উপদেষ্টা ফারুকী

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ফারুকী এ কথা বলেন।
তিনি বলেন, আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস হিসেবে জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।
ফারুকী বলেন, 'জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগামী সোমবার মাসব্যাপী কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানানো হবে। ১৪ জুলাই থেকে জুলাই কর্মসূচির মূল আয়োজন শুরু হবে। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, একইভাবে সবাইকে নিয়ে এ কর্মসূচি পালন করা হবে।'
পাশাপাশি ফারুকী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার চিন্তা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার এ বিষয়ে কাজ করছেন।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে আরও দুটি বিশেষ সিদ্ধান্ত হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের স্বায়ত্বশাসন নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এর নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
তিনি বলেন, আরেকটি হচ্ছে জুলাই প্রক্লেমেশন ছাত্র-জনতার দাবি। জুলাই প্রক্লেমেশন যাতে ৫ আগস্টের আগেই দেওয়া যায়, সেজন্য পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। এ কমিটিতে আরও কয়েকজন উপদেষ্টা থাকবেন। এ কমিটি ছাত্রদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত জুলাই প্রক্লেমেশন তৈরির কাজ করবেন।
এছাড়া গত বছর জুলাই গণঅভ্যুত্থানে কী কী হয়েছে, সেগুলো কীভাবে রিক্রিয়েট করা যায় সেগুলো নিয়ে প্রায় দুই ঘণ্টার বৈঠকে আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, প্রক্লেমেশন নিয়ে ইতিমধ্যে কাজ হয়েছে, কাজ এগিয়েছে। বাকি কাজগুলো যাতে তাড়াতাড়ি করা যায়, সেজন্য ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। প্রক্লেমেশন দেরি হচ্ছে এ কথা ঠিক না। এটা নিয়ে কাজ হচ্ছে। আমরা চাচ্ছি গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই যাতে করতে পারি।