মায়ের ‘প্রতিশোধ’ নিতে বাবাকে মেরে ফেলতে চেয়েছিলাম: উইল স্মিথ

বাবার হাতে মাকে নির্যাতিত হতে দেখে হলিউড তারকা উইল স্মিথের মনে ছোটবেলায় জেগে উঠেছিল ভয়ানক 'প্রতিশোধস্পৃহা'। বাবাকে মেরে ফেলতে চেয়েছিলেন তিনি!
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাবা ইউলার্ড ক্যারোল স্মিথ সিনিয়র ও মা ক্যারোলিন ব্রাইটের সঙ্গে তার জীবনের শুরুর দিনগুলো কেমন কেটেছে এবং শেষ বয়সে তার বাবা যখন ক্যানসারে ভুগছিলেন, তখন বাবার সঙ্গে তার সম্পর্কে সেটির প্রভাব কতটুকু পড়েছে- নতুন স্মৃতিকথা 'মি'তে এমন একান্ত কথা খোলামেলা লিখেছেন স্মিথ। বইটি ৯ নভেম্বর প্রকাশ পাবে।
'বাবা খুবই হিংস্র ছিলেন; তবে একইসঙ্গে ছিলেন আমুদে,' লিখেছেন ৫৩ বছর বয়সী স্মিথ। 'তিনি ছিলেন মদাসক্ত; তবে আমার প্রতিটি সিনেমার প্রিমিয়ারে বেশ ভদ্রভাবে হাজির হতেন। প্রতিটি অ্যালবাম তিনি শুনতেন; প্রতিটি স্টুডিওতে হতেন হাজির।'
'আমার যখন ৯ বছর বয়স, একদিন মায়ের মাথায় বাবা এমন বাজেভাবে ঘুষি মারেন, মা মুখ থুবড়ে পড়েন। মায়ের মাথা বেয়ে রক্ত ঝরতে দেখেছি আমি,' লিখেছেন স্মিথ। পরিণামে স্মিথের কৈশোরে তার বাবা-মা আলাদা হয়ে যান; তাদের বিবাহবিচ্ছেদ ঘটে ২০০০ সালে।
বাবার সঙ্গে স্মিথের সম্পর্ক একটু কোমল হয়, যখন তার বাবা জীবনের শেষ প্রান্তে। 'এক রাতে আমি ইচ্ছে করেই তাকে হুইলচেয়ারে বসিয়ে, ঠেলে নিয়ে গিয়েছিলাম তার বাথরুমের দিকে। আমার মনে তখন একটা অন্ধকারাচ্ছন্ন দিক জেগে উঠেছিল। দুটি রুমের মাঝখানে সিঁড়ির চূঁড়া। ছোটবেলায় নিজেকে সব সময়ই বলতাম, একদিন মায়ের ওপর চালানো বাবার অত্যাচারের প্রতিশোধ নেবই,' লিখেছেন স্মিথ।
আরও লিখেছেন, 'সিঁড়ির মাথায় এসে থামলাম। বাবাকে চাইলে বিনা বাধায় নিচে ফেলে দিতে পারতাম। বছরের পর বছর নিজের ভেতরে যে ক্রোধ চাপা পড়ে ছিল, সেটি জেগে উঠলেও শেষ পর্যন্ত তাকে তার বাথরুমেই নিয়ে গেলাম।'
স্মিথের বাবা মারা যান ২০১৬ সালে।
-
সূত্র: নিউইয়র্ক পোস্ট