প্রিয়াঙ্কা চোপড়ার স্মৃতিকথামূলক বইয়ের প্রচ্ছদ উন্মোচন

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া স্মৃতিকথামূলক বই লিখছেন, এ খবর পুরনো। 'আনফিনিশড' শিরোনামের সেই বইয়ের জন্য অনুরাগীরা অধীর অপেক্ষায় রয়েছেন। তাদের জন্য সুখবর, বইটির প্রচ্ছদ প্রকাশ পেয়েছে। এমনকি সেটির 'প্রি-অর্ডার'ও চালু হয়েছে।
শুক্রবার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক পোস্টের মাধ্যমে প্রচ্ছদটি প্রকাশ করেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি লিখেন, "পরিহাসের ব্যাপার, লিখতে শুরু করার আগেই বইটির নাম আমি ঠিক করে ফেলেছিলাম। গত ২০ বছর ধরে একজন পাবলিক পারসন হিসেবে কাজ করা আমি জীবনে অনেক কিছু করেছি এবং ব্যক্তিগত ও পেশাগতভাবে করার মতো দীর্ঘ এক তালিকা রয়েছে আমার। সব মিলিয়ে আমার জীবন ভীষণ রকম 'অসমাপ্ত' (আনফিনিশড)।"
'তবে মজার ব্যাপার, স্মৃতিকথা লিখতে গিয়ে জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাকে আমার ভিন্নভাবে দেখতে হয়েছে। অনেক কিছুর সঙ্গেই করতে হয়েছে নতুন বোঝাপড়া,' অভিমত তার।
এদিকে, প্রিয়াঙ্কার পোস্টে 'এ এক দুর্দান্ত ব্যাপার; তোমাকে নিয়ে আমি গর্বিত,' মন্তব্যের পাশাপাশি তার স্বামী নিক জোনাস একটি ব্যক্তিগত অনুরোধও করেছেন, 'আমাকে কি অটোগ্রাফ-সহ এক কপি বই দেবে?'
এছাড়া ইনস্টাগ্রামে এ খবর শেয়ার করে তিনি লিখেছেন, 'আমার স্ত্রীর লেখা চমৎকার স্মৃতিকথামূলক বইটি আপনারা এখনই প্রি-অর্ডার করুন!'
প্রিয়াঙ্কা এখন জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রয়েছেন।
- সূত্র: এনডিটিভি