পারফেক্ট সাইনার সাজতে গালে নকল তিল, টুইটারে হাসির খোরাক পরিণীতি
মুক্তির অপেক্ষায় ভারতীয় শার্টলার সাইনা নেহওয়ালের বায়োপিক। এই স্পোর্টস ড্রামায় রুপোলি পর্দার সাইনা হিসাবে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।
স্বাভাবিকভাবে এই ছবিতে অভিনয় করতে ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম নক্ষত্র সাইনার ম্যানারিজম ভালোভাবে রপ্ত করতে হয়েছে পরিণীতিকে। সম্প্রতি টুইটারে একটি ছবি শেয়ার করেছেন 'ইশকজাদে' নায়িকা। সেখানে হুবহু সাইনার লুকে পাওয়া গেল তাকে।
পোশাক পুরোপুরি এক, বসার ভঙ্গি,তাকানোর ধরণ- সবকিছুতেই সাইনার ছাপ বিদ্যমান পরিণীতির মধ্যে। তবে সবকিছুকে ছাপিয়ে নেটিজেনদের নজর আটকে গেল পর্দার সাইনা, মানে পরিণীতির গালের তিলে।
পরিণীতির পরিশ্রমকে অনেকেই কুর্ণিশ জানিয়েছেন, তবে নায়িকার গালের তিল নিয়ে হতাশ অনেকেই। একজন নেটিজেন পরিণীতির টুইটের কমেন্ট বক্সে লেখেন, 'পরিচালক, মেক-আপ আর্টিস্টের কী সমস্যা! সাইনার গালের তিল খুব ছোট, আর পরিণীতির! এত খারাপ চেঞ্জ করবার কোনো মানে হয়?' অপর একজন লেখেন, 'এত বড় তিল কেন?'
এই নিয়ে মজাদার মিম শেয়ার করতেও পিছপা হননি টুইটারের বাসিন্দারা।
'সাইনা' ছবিটির পরিচালনার দায়িত্ব রয়েছেন অমোল গুপ্তা। 'স্ট্যানলি কা ডাব্বা', 'হাওয়া হাওয়াই'র মতো ছবি পরিচালনা করেছেন তিনি।
শুরু থেকেই বিতর্ক পিছু ছাড়েনি এই ছবির। শুরুতে শ্রদ্ধা কাপুরের এই ছবিতে অভিনয়ের কথা ছিল, কিন্তু অজানা কারণেই তার জায়গা নেন পরিণীতি। এরপর ছবির প্রথম পোস্টার প্রকাশের পর ব্যাডমিন্টনের ভুল সার্ভ তুলে ধরা নিয়ে কটাক্ষের মুখে পড়েন সাইনার বায়োপিকের নির্মাতারা।