জোরদার লড়াই চালাচ্ছেন সৌমিত্র: চিকিৎসক

সংকট কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এখনো ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তবে হাল ছাড়ছেন না তিনি। লড়াই চালিয়ে যাচ্ছেন পুরোদমে, এমনটাই বলছেন চিকিৎসকরা।
৮৫ বছর বয়সী এই অভিনেতা গত সপ্তাহ থেকে অবচেতন অবস্থায় রয়েছেন। সৌমিত্রের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল টিমের প্রধান ডা. অরিন্দম কর জানিয়েছেন, ওনার বয়স এবং কো-মরবিডিটির কথা মাথায় রাখলে উনি কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। গত ৪৮ ঘণ্টায় ওনার শারীরিক পরিস্থিতির কোনোরকম পরিবর্তন হয়নি। একইরকম রয়েছে। নতুন করে অবস্থার অবনতি হয়নি।'
গত কয়েকদিন ধরে অভিনেতার দুটি কিডনি সঠিকভাবে কাজ করছে না। তাই বুধবার অভিনেতার ডায়ালিসিস শুরু করবার সিদ্ধান্ত নিয়েছিল মেডিকেল টিম। সেইমতো নির্বিঘ্নেই প্রথম দফার ডায়ালিসিস সম্পন্ন হয়েছে।
বুধবার গভীর রাতে ডা. কর জানান, 'ওনার প্রথম ডায়ালিসিস ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবং ওনার চেতনা ফিরছে মাঝেমধ্যে। উনি ক্রিটিক্যাল, তবে আমরা সবরকম চেষ্টা করছি। ওনার আরোগ্য কামনা করুন সকলে।'
বুধবার বিকালে বেলেভিউয়ের তরফে জানানো হয়েছিল, 'রক্তে হিমোগ্লোবিনের মাত্রা এবং অন্যান্য প্যারামিটার আপাতত স্থিতিশীল; কিন্তু ওনার রেন্টাল ফাংশন কাজ করছে না।… তাই রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে আমরা ডায়ালিসস করার সিদ্ধান্ত নিয়েছি। এটা ওনার চেতনা ফেরার জন্যও সহায়ক হবে।'
করোনামুক্ত হওয়ার পর সৌমিত্র চট্টোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন; তবে অষ্টমীর দিন থেকে নতুন করে তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। আপতত বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরিস্থিতিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে হিমোডায়নামিকালি স্টেবল। তার ফুসফুস সঠিকভাবে কাজ করছে এবং অনান্য ভেন্টিলেশন প্যারামিটারও সঠিক রয়েছে।
- নোট: শিরোনাম, ভাষা ও বাক্যবিন্যাস কিঞ্চিৎ পরিমার্জিত