ঈদযাত্রার প্রথম দিন: দেরিতে ছেড়েছে একাধিক ট্রেন
সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ১৫টির মত ট্রেন।

ছবি-টিবিএস
রেলে আজ থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম যাত্রা। সকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ১৫টির মত ট্রেন।
তবে ঈদ যাত্রার শুরুতেই কয়েকটি ট্রেন বিলম্বে স্টেশন ছেড়েছে; একাধিক ট্রেন ছাড়ার সময় শিডিউল টাইম থেকে ২০-৪৫ মিনিট পর্যন্ত দেরি হয়েছে।
২৩ তারিখ যারা টিকেট কেটেছিলেন, তারাই আজ বাড়ি যাচ্ছেন।
তবে দেরিতে যাত্রা শুরু করলেও অনেক যাত্রীর মাঝেই ছিল না কোনো অভিযোগ। আনন্দের সাথে ঈদ যাত্রা করছেন তারা।