জাতীয় নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি, রাজনৈতিক বিতর্কে যাব না: সিইসি

গণপরিষদ নির্বাচনের দাবি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তারা কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে যাবে না।
মঙ্গলবার (৪ মার্চ) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলে।
শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার দাবির বিষয়ে জানতে চাইলে সিইসি নাসির উদ্দিন বলেন, "আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী। রাজনৈতিক দলগুলো অনেক কথা বলে। আমরা তো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না।"
"সরকারপ্রধান যেখানে একটি টাইমফ্রেম ঘোষণা করেছেন, ডিসেম্বর অথবা জানুয়ারির শুরুর দিকে, আমরা ডিসেম্বর ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি। আমাদের চিন্তাভাবনা জাতীয় নির্বাচনকে ঘিরেই," বলেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "কোনো ধরনের সুপারিশ না দেখে আমরা বলতে পারব না। আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন না আসা পর্যন্ত কোনটা বাস্তবায়নযোগ্য, কোনটা যোগ্য না- এটি বলতে পারব না। আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন-কানুন আছে, সেভাবে প্রস্তুতি নিচ্ছি।"
ঐকমত্যের মাধ্যমে সিদ্ধান্ত এলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, "ঐকমত্য কমিশন থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে, তাহলে তো আমি বাধা দিতে পারব না। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকার এ নিয়ে আলোচনা করবে। সেটা অন্য বিষয়। যেখানে আমাদের সুযোগ থাকবে কথা বলার, সেখানেই আমরা কথা বলব।"