নতুন রাজনৈতিক ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ বিকেলে
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে

ফাইল ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন বার্তাপ্রেরক আবু বাকের মজুমদার।
এ সময় সংগঠনটির ঘোষণাপত্র-সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
উক্ত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করা হয়েছে।