সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

ঢাকার সাভারের হেমায়েতপুরে এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হেমায়েতপুরের নালিয়াশুর এলাকায় নোয়াব আলীর একতলা বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- জিসান (২০) সোলেমান (১৮), শিল্পী (৪০) ও তার ছেলে সজীব (৭), হালিমা আক্তার (৪০), আমেনা বেগম (৬০) সুজাত মোল্লা (২৭)। তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।তারা সবাই আত্মীয়-স্বজন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আহতদের প্রতিবেশী মো. আকাশ বলেন, 'সন্ধ্যায় অতিথিদের বিদায় দিতে বাইরে যান বাড়ির মালিকের পরিবারের কয়েকজন সদস্য। এ সময় তালাবদ্ধ রান্নাঘর থেকে গ্যাসের গন্ধ আসায় পরিবারের অন্য সদস্যরা সেটি খুলতে যান এবং চাবি খুঁজে না পেয়ে তালা ভাঙার চেষ্টা করেন। তালা ভাঙার জন্য বারি দিতেই বিস্ফোরণ ঘটে। এতে রুমের আশেপাশে থাকা সাতজন দগ্ধ হন।'
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার পলাশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা নারী ও শিশুসহ অগ্নিদগ্ধ সাতজনকে পেয়েছি।