দেশে স্থিতিশীলতা ফেরাতে, সংস্কার বাস্তবায়নে দ্রুত নির্বাচন জরুরি: তারেক

দেশ স্থিতিশীলতা ফেরাতে এবং চলমান সংকট নিরসনে দ্রুত জাতীয় নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার বিকেলে 'ঢাকা বার আইনজীবী ফোরাম ৩১-দফা প্রশিক্ষণ' শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, 'অনেকে বলে থাকেন যে নির্বাচন হলেই কি সব সমস্যা সমাধান হবে? আমরা মনে করি, নির্বাচন হলে একটা স্থিতিশীল অবস্থা আসবে এবং ধীরে ধীরে সংস্কার কাজ শুরু হবে, তাতে সমস্যার তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে। নির্বাচন হলে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মানুষ দায়িত্বপ্রাপ্ত হবেন। যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, তারা আলোচনা করবেন, কাজ করবেন। একদিনে কিছুই পরিবর্তন হবে না, কিন্তু সম্ভাবনা শুরু হবে।'
তিনি বলেন, 'কোন নির্বাচন আগে হবে, কোন নির্বাচন পরে হবে—এমন দাবি থাকতেই পারে। কিন্তু আমাদের বাস্তবতা বিবেচনা করতে হবে। আমরা বাইরে তাকালে বিভিন্ন অস্থিরতা দেখতে পাই। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে, দেশের মানুষ যে সিদ্ধান্ত নিতে চায়, সেই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করা এবং দেশের মানুষকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা।'
অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ তুলে তারেক বলেন, 'আমরা লক্ষ্য করছি, সরকারের বিভিন্ন ব্যক্তির কথাবার্তা দেখে মনে হচ্ছে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছেন। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে কনফিউশন তৈরি হচ্ছে, মানুষ কনফিউজড হচ্ছে।'
তিনি বলেন, 'খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, তখন অস্থিরতা দেখা দেবে। আমাদের এই অস্থিরতার কারণে দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে। কারণ, যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্থিতিশীলতা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেনো, যে যত নীতি গ্রহণ করি না কেনো কোনটাই সফল হবে না।'
তিনি আরও বলেন, 'অন্তর্বর্তী সরকারসহ আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত দেশকে আগামী দিনে যত দ্রুত সম্ভব স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা।'
দ্রুত জাতীয় সংসদ কার্যকরের গুরুত্ব তুলে ধরে তারেক বলেন, 'সংসদ সবচেয়ে বড় জায়গা, যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়। আমরা সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, তর্ক-বিতর্ক তত বাইরে ছড়াতে থাকবে। আর যত ছড়াতে শুরু করবে, সবক্ষেত্রে অস্থিরতা তত বাড়তে থাকবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে।'