বাসে ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার ৩

ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীযাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিত জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার।
বিজ্ঞপ্তিত বলা হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি রাত অনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে রাত অনুমানিক ৪টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়।
আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিন ডাকাতকে ঢাকার সাভারের গেন্ডা এলাকা শুক্রবার বিকেলে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডাকাতদের সঙ্গে থাকা উদ্ধারকৃত আলামতসমূহের মধ্যে রয়েছে—লুণ্ঠিত ৩টি মোবাইল ফোন সেট, ১টি ছুরি, নগদ ২৯ হাজার ৩৭০ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম (২৯), মো. সবুজ (৩০) ও মো. শরীফুজ্জামান (২৮)।
এদের মধ্যে শহিদুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় ১টি ও ঢাকা জেলার সাভার মডেল থানায় ১টি বাস ডাকাতিসহ মোট ৫টি মামলা রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিত।