কারিগরি ত্রুটির কারণে বিমানের ফ্লাইটের ভারতে জরুরি অবতরণ

কারিগরি ত্রুটির কারণে ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বলে আজ (২০ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, ফ্লাইট বিজি-৩৪৭ গতকাল (১৯ ফেব্রুয়ারি) রাত ৮:৫৩টায় ঢাকা থেকে দুবাই (সংযুক্ত আরব আমিরাত) এর উদ্দেশ্যে রওনা হয়। এতে ৩৯৫ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিল। রাত ১০:৪৫টায় ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সংকেত পান। এর ফলে ফ্লাইটটিকে দিক পরিবর্তন করে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে জানান, ফ্লাইটটি প্রায় মধ্যরাতে জরুরি অবতরণ করে এবং যাত্রীদের বিমানবন্দরে সর্বোচ্চ সহায়তা ও সেবা প্রদান করা হচ্ছে।
এদিকে, যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে আজ সকাল ১০:৪৫টায় আরেকটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকা থেকে রওনা হয়। ফ্লাইটটি দুপুর ১২:৩৯টায় নাগপুর পৌঁছে এবং সেখান থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।