আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকার আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকায় জানুয়ারির বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার কাঠগড়া-বিশমাইল সড়কের আমতলা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সেইন অ্যাপারেলস লিমিটেড-এর শতাধিক শ্রমিক।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও এখনো জানুয়ারির বেতন পরিশোধ করেনি। উল্টো ৯ ফেব্রুয়ারি থেকে কোনো কারণ ছাড়াই সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রাখা হয়েছে, যা তাদের বেতন পাওয়া অনিশ্চিত করে তুলেছে।
কারখানার শ্রমিক জেসমিন জানান, মালিকপক্ষ ৯ ফেব্রুয়ারি বেতন পরিশোধ না করেই ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। ওইদিন বেতন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এরপর ১৫ ফেব্রুয়ারি নতুন নোটিশে কারখানার ছুটি ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
তিনি বলেন, আমাদের দাবি, দ্রুত বকেয়া বেতন পরিশোধ করতে হবে এবং কারখানা খুলে দিতে হবে। তা না হলে শ্রমিকরা সড়ক ছাড়বে না।
কারখানাটিতে প্রায় ১ হাজার ৭০০ শ্রমিক কাজ করেন বলে জানান তিনি।
এ বিষয়ে শিল্প পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন, তবে মালিকপক্ষের নম্বর বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জানতে পেরেছি, ব্যাংক সংক্রান্ত জটিলতার কারণে মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছে না। কোম্পানির অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ ব্যাংক ঋণের সমন্বয়ে কেটে নেওয়া হয়েছে, ফলে বেতন দেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মিল হুসাইনের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
সকাল পৌনে ১১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন।