পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, চিত্রনায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় এ জিডি করেন ফিরোজা পারভীন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডির সূত্রে জানা যায়, পারিবারিক জমি দখল নিতে পপি তার স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনার শিববাড়ি এলাকায় হাজির হন। বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনসহ পরিবারের অন্য সদস্যদের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, কয়েক বছর ধরেই পপি নিজেকে আড়ালে রেখেছেন। তার বিয়ে ও সন্তান জন্মের খবর গুঞ্জন হিসেবে শোনা গেলেও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কিছু বলেননি।