যে শর্তে টঙ্গীতে এবার ইজতেমা করতে পারবেন সাদপন্থীরা

দ্বিতীয় পর্বে আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি ইজতেমা পালনের জন্য তাবলীগ জামাত বাংলাদেশের মাওলানা সাদপন্থীদের শর্ত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শর্তের মধ্যে রয়েছে- আগামী বছর থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে তারা আর বিশ্ব ইজতেমা ও তাবলীগি কার্যক্রম আয়োজন করতে পারবেন না।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদের সই করা এক পরিপত্রে এ শর্তের কথা জানানো হয়।
এর আগে গত ২৭ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
পরিপত্রে বলা হয়েছে, তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অনুসারীরা অর্থাৎ মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীরা ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।
এরপর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাত বাংলাদেশের মাওলানা সাদের অনুসারীরা এ সময় ইজতেমায় অংশ নেবেন। তবে শর্ত হচ্ছে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তাদেরকে ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।
সেইসঙ্গে তারা আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলীগি কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এ শর্ত পূরণ সাপেক্ষে তারা ১৪-১৬ ফেব্রুয়ারি টঙ্গীতে ইজতেমা করতে পারবেন।
বাংলাদেশে তাবলীগ জামাতের দুটি পক্ষ। একটি পক্ষ মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারী। আরেকটি পক্ষ ভারতীয় মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভির অনুসারী। টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত ডিসেম্বরে দুপক্ষের সংঘর্ষে অন্তত চারজন প্রাণ হারান।