২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

২০২৪ সালে বাংলাদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ৩১০ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে '২০২৪ সালে শিক্ষার্থীদের আত্মহত্যা: সম্মিলিত উদ্যোগ জরুরি' শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে ৬১ শতাংশই নারী, মোট ১৮৯ জন। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এমনকি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যেও এই প্রবণতা দেখা যাচ্ছে।
দেশের ১০৫টি স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকার প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। এতে ২০২২ ও ২০২৩ সালের তুলনামূলক তথ্য তুলে ধরা হয়। ২০২২ সালে ৫৩২ জন এবং ২০২৩ সালে ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল। ২০২৪ সালে রাজনৈতিক পরিস্থিতির কারণে আত্মহত্যার খবর তুলনামূলকভাবে কম প্রকাশ পেয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে আঁচল ফাউন্ডেশন স্কুল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাউন্সিলিং সেবা চালুর প্রস্তাব দিয়েছে। তাদের মতে, শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।