বায়োমেট্রিক সিমবিহীন করদাতারা অনলাইনে রিটার্ন জমা দেবেন যেভাবে

আঙ্গুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক সিমবিহীন করদাতাদের অনলাইনে ট্যাক্স রিটার্ন (ই-রিটার্ন) সাবমিট করার সুযোগ দিচ্ছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)। এ জন্য রাজধানীর আগারগাঁওয়ে সশরীরে গিয়ে আবেদন করে ই-রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।
রোববার (২৯ ডিসেম্বর) এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, 'বায়োমেট্রিক সিমবিহীন করদাতারা এনবিআরের অফিসে সেকেন্ড সেক্রেটারি (ট্যাক্স ইনফরমেশন ম্যানেজমেন্ট এন্ড ভ্যালুয়েশন), রুম নম্বর ৭১৭ তে সশরীরে উপস্থিত হয়ে আবেদন জমা দিয়ে ই-রিটার্ন রেজিস্ট্রেশন করতে পারবেন।'
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে অনলাইনে প্রায় ১০ লাখ করদাতা তাদের রিটার্ন সাবমিট করেছে।
প্রসঙ্গত, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়াই রিটার্ন জমা দেওয়া যাবে।
বিশেষজ্ঞরা এনবিআরের এই উদ্যোগকে স্বাগত জানালেও, অফিসে এসে আবেদন করার শর্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কর বিশেষজ্ঞ ও স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'যারা অনেক দূরে থাকেন, তাদের জন্য এনবিআরে এসে আবেদন করা সময় ও ব্যয়সাপেক্ষ। ভালো হতো যদি অনলাইনে আবেদন এবং অনলাইনেই অ্যাপ্রুভের ব্যবস্থা থাকতো।'
এ বিষয়ে জানতে এনবিআরের সংশ্লিষ্ট বিভাগের সদস্য আবু হান্নান দেলোয়ার হোসেনকে মোবাইলে ফোন করা হলেও, তিনি রিসিভ করেননি।
বিষয়বস্তু সম্পর্কে জানিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলেও, সন্ধ্যা সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাড়া পাওয়া যায়নি।