১৪৬ কোটি টাকার কর ফাঁকি, ৩ এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে ঢাকা কর অঞ্চল-৫ এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) কমিশনের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্রে জানা গেছে, শিগগিরই সংস্থার সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি দায়ের করবেন।
মামলার অনুমোদিত আসামিরা হলেন— কর অঞ্চল-৫ এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর এবং উপ-কর কমিশনার লিংকন রায়।
এ বিষয়ে দুদক জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে দুটি মামলা করার সুযোগ রয়েছে।