সালমান এফ রহমানের বিরুদ্ধে ১ হাজার ৯০৭ কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারোয়ারের বিরুদ্ধে এক হাজার ৯০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, সালমান এফ রহমান এবং শাহ আলম সারোয়ারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, যথাযথ ঋণ প্রদান প্রক্রিয়া এবং নিয়মনীতি না মেনে জালিয়াতির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের মূল শাখা ও গুলশান শাখার কয়েকটি গ্রাহকের অনুকূলে এক হাজার ৯০৭ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাত করা হয়েছে।
এসব গ্রাহক হলো গুলশান শাখার ব্লমুন ট্রেডিং লি., এক্সিস বিজনেজ লি. এবং মূল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ, গ্লোয়িং কন্সট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি., ভিস্তা ইন্টারন্যাশনাল লি. এবং স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লি.।
আক্তার হোসেন জানান, বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের পরিদর্শন প্রতিবেদনে বর্ণিত অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের ব্যাংক শাখা এ বিষয়ে ব্যবস্থা নেবে।
মহাপরিচালক (মানি লন্ডারিং) বরাবর বিষয়টি প্রেরণের জন্য দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।