ভূমি অধিগ্রহণের নামে জালিয়াতি করে প্রায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) অধীনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ডিপো এক্সেস করিডোর নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের নামে সরকারি কোষাগার থেকে প্রায় ৪ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসামির নাম মো. রিয়াজ উদ্দীন (৫৭)। তিনি ঢাকার লালবাগের বাসিন্দা।
দুদকের প্রাথমিক তদন্তে জানা যায়, রিয়াজ উদ্দীন প্রতারণার আশ্রয় নিয়ে সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণের বিপরীতে সরকারের কোষাগার থেকে মোট ৪ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৪১৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
জানা যায়, তিনি সংশ্লিষ্ট জমির মূল দলিল হারিয়ে গেছে বলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মোট পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ওই জমির সার্টিফায়েড কপি সাব-রেজিস্ট্রি অফিস থেকে উত্তোলন করে জমা দেন এবং ক্ষতিপূরণ বাবদ টাকা তুলে নেন।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বৃহস্পতিবার টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্তে আরও জানা যায়, উক্ত জমিগুলো আগে থেকেই সোনালী ব্যাংকের কাছে বন্ধক রাখা ছিল এবং ওই বন্ধক এখনো বলবৎ রয়েছে।
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় একটি ফৌজদারি মামলা রুজুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে দুদক।