আরও ৬০ দিন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সামরিক কর্মকর্তাদের, এবার থাকছে কোস্টগার্ড-বিজিবিও

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের) ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার।
শুক্রবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। আজ শনিবার প্রজ্ঞাপনটি মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে।
এবার কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ-এ (বিজিবি) প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও এ ক্ষমতা পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন।
এ ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ৬০ দিনের জন্য অর্পণ করা হয়েছে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। তার কয়েকদিন পর ৩০ সেপ্টেম্বর থেকে নৌ-বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তারাও এ ক্ষমতা পান।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পরিচালনা করছে।
৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা থেকে উত্তরণের লক্ষ্যে সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় সরকার।