জরুরি অবস্থা জারির খবর ‘গসিপ’, জানালেন স্বরাষ্ট্র সচিব

দেশে জরুরি অবস্থা জারির গুঞ্জনকে 'গসিপ' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ' স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জরুরি অবস্থা বিষয়ক গুঞ্জনের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, 'এ সম্পর্কে আমার কোনো কমেন্ট [মন্তব্য] নেই। এগুলো গসিপ, আলাপ-আলোচনা হচ্ছে। দু'একজন কথা বলছেন, এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই।'
নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের যেভাবে কাজ আছে সেটা আমরা জারি রাখব। সেভাবেই চলতে থাকবে।'
ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, 'আমরা ভিজিলেন্স [সতর্কতা] একটুও কমাইনি।'
'শুধু পুলিশের সাধারণ টহল নয়, আমাদের মন্ত্রণালয় থেকে একটি তালিকা করা হয়েছে। প্রতি রাতে দুজন অফিসার ঢাকায় টহল কার্যক্রম সরাসরি গিয়ে পর্যবেক্ষণ করছেন। আমরা সতর্ক রয়েছি।'
কোনো হুমকি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমার নলেজে নেই, নরমাল যেমন ঝুঁকি থাকে, সবকিছু সেরকমই আছে।'