আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং এই উন্নতি অব্যাহত থাকবে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকার আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহার) বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব 'কঠিন চীবর দানোৎসব-২০২৫'-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে এক সাংবাদিককে উদ্ধৃত করে বলেন, 'সেদিন আপনাদের এক সাংবাদিক ভাই-ই বলেছে, আপনাদের সামনেই বলেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে।' এরপর তিনি যোগ করেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হইছে, এইটা আরও উন্নতি হতে থাকবে।'
এ সময় উপদেষ্টাদের সেইফ এক্সিট বিষয়ে এনসিপি নেতা নাহিদের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে সেটিও এড়িয়ে যান তিনি। বলেন, 'আপনার প্রশ্ন আপনি করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে।' তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, '৭০০-এর বেশি ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে জিডি করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনতে মামলা করা হচ্ছে। যারাই এই অপকর্মটা করেছে, খুব তাড়াতাড়ি তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।'
তিনি আরও বলেন, 'এখানে কিছু ফ্যাসিস্ট আছে, আবার ফ্যাসিস্টের সঙ্গে কিছু তথাকথিত ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়ালও আছে। তারাও কিন্তু এই জায়গায় ইন্ধন দেয়। তারা যেন ইন্ধনটা না দিতে পারে, এজন্য সবাইকে আমাদের সহযোগিতা করতে হবে। যারাই এই অপকর্মটা করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।'
এর আগে প্রধান অতিথির বক্তব্যে বৌদ্ধ ধর্মপ্রচারক অতীশ দীপঙ্করের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, 'অতীশ দীপঙ্করের স্মরণে তার জন্মস্থান মুন্সীগঞ্জ জেলায় একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।'
তিনি জানান, এর জন্য ৩০ একর জমি বরাদ্দের অনুরোধ ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি বলেন, 'শুধু বিশ্ববিদ্যালয় না, সেখানে যেন অন্যান্য জ্ঞানচর্চা ও ধর্মীয় কাজও করা যায় সেই ব্যবস্থা করা হবে।'