অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কোনোপ্রকার ছুটি না নিয়েই পুলিশের যেসব সদস্য ৫ আগস্টের পর থেকে কাজে যোগ দেননি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশের কনস্টেবল থেকে উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার সদস্যদের জন্য এটি কার্যকর হবে।
আজ রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ পুলিশের এআইজি মো. জামিরুল ইসলাম (পার্সোনাল ম্যানেজমেন্ট- ৩) স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই নির্দেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, 'উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কনস্টেবল হতে এসআই পর্যন্ত পদমর্যাদার পুলিশ সদস্য যারা ৫ আগস্ট ২০২৪ খ্রি. অথবা তৎপরবর্তী যেকোন সময় হতে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন— তাদের বিরুদ্ধে স্ব স্ব-ইউনিটে বিভাগীয় ব্যবস্থা গ্রহণপূর্বক নিম্ন-স্বাক্ষরকারীকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ হলো।'
উল্লেখ্য, গত ৫ আগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য তাঁদের কর্মস্থলে যোগ দেননি। পুলিশ সদরের তথ্যমতে, এপর্যন্ত ১৮৭ জন অনুপস্থিত রয়েছে, এদের মধ্যে ১৬৬ জন– কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার।