লতিফ বাওয়ানী জুট মিলের সাড়ে ৬ একর জমি পুলিশকে দিচ্ছে সরকার

ঢাকার ডেমরায় অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন লতিফ বাওয়ানী জুট মিলের সাড়ে ৬ একর জমি বাংলাদেশ পুলিশকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ জমিতে পুলিশের ট্যুরিস্ট ও নৌ পুলিশের সদর দপ্তর এবং ডিএমপি ঢাকার একটি লজিস্টিকস বেইজ স্থাপন করা হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। জমিটির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ কোটি ৫৪ লাখ টাকা।
এর আগে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জমিটি বিক্রির প্রস্তাব তোলা হয়। তবে কমিটি তখন মিলটির অব্যবহৃত জমি বিক্রি না করে উন্নয়নমূলক বা জনহিতকর কাজে ব্যবহারের অনুমোদন দিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার জমিটি পুলিশকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবারের সভায় ঢাকার কমলাপুরে রেলওয়ে হাসপাতাল এলাকায় ৪ দশমিক ৮০ একর জমিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) ২৫০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল, ৫০ আসনের মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রকল্পে বিনিয়োগ করবে বেসরকারি প্রতিষ্ঠান 'ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেড, ঢাকা'। ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয় ও কোম্পানিটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে প্রতিষ্ঠানটি প্রায় ৫৩০ কোটি টাকা বিনিয়োগ করবে।
চুক্তি অনুযায়ী, নির্মাণকালসহ ৪০ বছরের জন্য হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট পরিচালনার অধিকার থাকবে কোম্পানির হাতে। মেয়াদ শেষে উন্নয়ন করা অবকাঠামো, সরঞ্জাম ও ফিক্সচারসহ পুরো প্রকল্প বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করবে প্রতিষ্ঠানটি।