৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত এক কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৯ জন পরিদর্শককে (ইনস্পেক্টর) চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
যেসকল কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তারা হলেন: শিকদার মো: শামীম হোসেন, মো: আব্দুল লতিফ, এস এম কামরুজ্জামান, মো: আ: কুদ্দুছ ফকির, মোহাম্মদ মামুন অর রশিদ, মো: নূরুল ইসলাম, মো: কামাল হোসেন, মো: সেলিমুজ্জামান এবং মো: আবু বকর সিদ্দিক। তারা সকলেই পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ছিলেন।
তাদেরকে কেন চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
এছাড়া, অপর এক প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এই অনুপস্থিতিকে অসদাচরণ ও পলায়ন হিসেবে বিবেচনা করা হয়েছে। তার সাময়িক বরখাস্তের আদেশ গত বছরের ২৫ নভেম্বর থেকে কার্যকর হবে।
অন্যদিকে, নিজ কর্মস্থল থেকে পলায়ন করার কারণে ৪০ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। এসব কর্মকর্তা এখন থেকে পদক সংক্রান্ত কোনো আর্থিক সুবিধা পাবেন না। পাশাপাশি, ইতিপূর্বে পদক সংক্রান্ত নেওয়া আর্থিক সুবিধা তাদেরকে ফেরত দিতে হবে।