মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পাসের হার বেড়েছে

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় পাশের হার বেড়েছে। এবার মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩.৪০ শতাংশ। ২০২৩ এবং ২০২২ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার ছিল যথাক্রমে ৯০ দশমিক ৭৫ শতাংশ এবং ৯২ দশমিক ৫৬ শতাংশ।
এবার সারা দেশে ২ হাজার ৬৮৩ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আলিমে ৮৫ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন মোট ৭৯ হাজার ৯০৯ জন। উত্তীর্ণদের মধ্যে ৪২ হাজার ৭৯৩ জন ছাত্র এবং ৩৭ হাজার ১১৬ জন ছাত্রী ।
মাদ্রাসা বোর্ডে পাসের হার বৃদ্ধির পাশাপাশি এবার ফলের সর্বোচ্চ সূচক জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এবার জিপিএ ফাইভ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ ৫ পেয়েছিলেন ৭ হাজার ৯৭ জন এবং ২০২২ সালে পেয়েছিলেন ৯ হাজার ৪২৩ জন।
এদিকে, আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৭৭.৭৮ শতাংশ।
বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
এবারের এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।