ফিলিস্তিনের সঙ্গে বিশ্বের দুর্বল পাসপোর্টের তালিকায় ৭ম বাংলাদেশ

হেনলি পাসপোর্ট সূচকের ২০২৪ সালের জুলাই সংস্করণ অনুসারে, বিশ্বের দুর্বলতম পাসপোর্টের তালিকায় যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিনের সঙ্গে যৌথভাবে ৭ম স্থানে রয়েছে বাংলাদেশ।
বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ভ্রমণের আগে ভিসা নেওয়া বা আগাম ভিসা ছাড়া মাত্র ৪০টিতে যেতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।
মঙ্গলবার হেনলি অ্যান্ড পার্টনার্স কর্তৃক প্রকাশিত সর্বশেষ সংস্করণে, তালিকায় স্থান পাওয়া ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ৯৭তম; একই স্থানে রয়েছে ফিলিস্তিনি পাসপোর্টও। তবে তালিকায় ১৯৯টি দেশের পাসপোর্ট স্থান পেলেও সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এ বছর হেনলি মোট ১০৩টি অবস্থান নির্ধারণ করেছে। সে হিসেবে ১০৩টি অবস্থানের মধ্যে ৯৭তম স্থানে আছে বাংলাদেশি পাসপোর্ট। অর্থাৎ, নিচের দিক থেকে বা শক্তির বিচারে বিশ্বের ৭ম দুর্বলতম পাসপোর্ট এখন বাংলাদেশের।
এর আগে, হেনলির চলতি বছরের জানুয়ারি সংস্করণে মোট ১০৪টি অবস্থানের মধ্যে বাংলাদেশের স্থান ৯৭তমতেই ছিল। ওই সংস্করণে উত্তর কোরিয়া ও বাংলাদেশ ছিল যৌথ স্থানে। যদিও এবারের সংস্করণে কার্যত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া একধাপ এগিয়ে ৯৬তমতে অবস্থান করছে।
সূচক অনুযায়ী, একজন বাংলাদেশি পাসপোর্টধারী যে ৪০টি গন্তব্যে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন— সেগুলোর মধ্যে ১৪টি আফ্রিকার, ১১টি ক্যারিবিয়ানের, ৮টি ওশেনিয়ার (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদে), ৬টি এশিয়ার এবং একটি দক্ষিণ আমেরিকার দেশ।
বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আগাম ভিসা ছাড়া ইউরোপের কোনো দেশে ভ্রমণ করা যায় না।
এদিকে, এবারের হেনলি পাসপোর্ট সূচকে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। এরপর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন; এসব দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯২টি জায়গায় যেতে পারেন। এরপর তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেন; এসব দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া যেতে পারেন ১৯১টি গন্তব্যে।
এদিকে, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে মালদ্বীপের; হেনলি সূচকে যার অবস্থান ৫২তম। মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরই আছে ভারত (৮২তম), ভুটান (৮৭তম) এবং শ্রীলঙ্কা (৯৩তম)।
এছাড়া, সূচকে নেপালের অবস্থান ৯৮তম, পাকিস্তানের ১০০তম এবং আফগানিস্তান ১০৩তম। দক্ষিণ এশিয়ার মধ্যে এই ৩ দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট।