আজ রাজধানী ছেড়েছে দূরপাল্লার বাস
রাজধানী ঢাকা থেকে ছেড়েছে দূরপাল্লার বাস। আজ (বুধবার) সকাল থেকে কারফিউ শিথিলের পর চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চল অভিমুখে বাসগুলো ছেড়ে যায়।
মুলত কারফিউ শিথিল হওয়ায় সকাল নয়টা থেকে বাস ছাড়া শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত যা চলতে থাকে। একইসাথে ঢাকায় প্রবেশ করতে থাকে দূরপাল্লার বাস।
দেশ ট্র্যাভেলসের কল্যাণপুর কাউন্টার মাস্টার তন্ময় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ঢাকা থেকে আজ সকাল ১০টা থেকে দুরপাল্লার বাস ছাড়া শুরু করে। শুধু কল্যাণপুর থেকেই প্রায় ১০০-এর মতো গাড়ি বিভিন্ন রুটে গিয়েছে। সকল রুটেই বাসগুলো প্রায় পূর্ণ যাত্রী নিয়ে ছেড়েছে। একইসাথে নানা জেলা থেকে ঢাকায় গাড়ি প্রবেশ করছে।"
গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে শুক্রবার রাত ১২টা থেকে সারাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার।
এদিকে সরকারি-বেসরকারি অফিস আজ থেকে চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও খুলেছে। সীমিত পরিসরে চালু হয়েছে ইন্টারনেট।
