আশুলিয়ায় চলন্ত বাসে আগুন
ঢাকার আশুলিয়ায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন সম্ভার পেট্রোল পাম্পের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে এই ঘটনা ঘটে।
তবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত, সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাসটি পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত হয় বলে জানা যায়।
পুলিশ জানায়, তারা ধারণা করছেন যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগে থাকতে পারে।
বাসের চালক রেজাউল গণমাধ্যমকে জানান, বিকালে যাত্রী আনার জন্য খালি বাস নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ডিইপিজেডের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ডিইপিজেড সংলগ্ন সম্ভার পেট্রোল পাম্পের সামনে আসার পর পিছন থেকে আগুনের তাপ অনুভব করায় পেছনে তাকিয়ে বাসের ভেতরে আগুন জ্বলতে দেখেন তিনি। এরপর দ্রুত বাস থামিয়ে বাস থেকে নেমে যান তিনি।
তিনি জানান, পরে আশেপাশের লোকজনের সহায়তায় বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, প্রথমে বাসের পিছনের ৬ সিটে আগুন লাগে। কোনো কারণ ছাড়া এমনি এমনি বাসে আগুন লাগার কথা না।
তবে কাউকে বাসে আগুন লাগাতেও দেখেননি বলেও জানান তিনি।
ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের সিট পুড়ে গেছে।'
আগুনে আনুমানিক ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি জানাতে পারেননি এই কর্মকর্তা।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) মো. আরাফাতুল ইসলাম টিবিএসকে বলেন, 'প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। বাসে কোনো যাত্রী ছিল না।'
