কোটা আন্দোলন: রাজধানীতে রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নিহত

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনের সময় আজ বৃহস্পতিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার কথা জানা গেছে।
তার নাম ফারহান ফাইয়াজ রাতুল। সে রেসিডেন্সিয়াল মডেলের একাদশ শ্রেণির ছাত্র।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির একজন শিক্ষক সোহাগ সৈকত।
এছাড়া, এই মৃত্যুর ঘটনা ফেসবুকের এক পোস্টে জানিয়েছেন তার এক নিকটাত্মীয় নাজিয়া খান। তিনি লিখেছেন , "ওরা আমার ভাগিনা/ভাতিজাকে মেরে ফেলেছে। ওর বয়স ১৮ বছরও হয়নি। আমি ফারহান ফাইয়াজের জন্য বিচার চাই, # জাস্টিসফরফারহান। আমরা সবাই চাই আপনার সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হোন।"
পোস্টটি তুমুল নাড়া দিয়েছে নেটিজেনদের। তবে রাতুল কোথায় নিহত হয়েছে– সে সম্পর্কে এখনও স্বতন্ত্রভাবে নিশ্চিত হতে পারেনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
আজ সকাল থেকেই ধানমন্ডি-২৭ এ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করে আসছিলেন। এসময় তাদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে।